গত ৩ মাসে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে : জাতিসংঘ

গত ৩ মাসে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে : জাতিসংঘ

শেয়ার করুন

rohingya

এটিএন টাইমস ডেস্ক :

কমপক্ষে ৬৫ হাজার রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। সোমবার জাতিসংঘ এই প্রতিবেদন দিয়েছে।

এর মধ্যে গত এক সপ্তাহেই নারী ও শিশুসহ ২২ হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে বলে জানায় জাতিসংঘের রিলিফ এজেন্সি। তারা সবাই বাংলাদেশের কক্সবাজারে রেজিস্টার্ড ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনটি এমন সময় দেয়া হল, যখন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত ইয়াং লি রোহিঙ্গা এলাকায় সেনাবাহিনীর অত্যাচারের তদন্ত করতে ১২ দিনের সফর শুরু করেছেন। তিন মাস আগে, রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ হত্যার অভিযোগ তুলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা করা হয় ৮৯ জনকে। বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। নির্যাতিত হন নারীরা। কঠোর সমালোচনার মুখে পড়েন অং সান সুচি এবং তার সরকার। শেষ পর্যন্ত রোহিঙ্গা এলাকায় রিলিফ পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি।