ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: উত্তর কোরিয়ার প্রতি নিরাপত্তা পরিষদের নিন্দা

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: উত্তর কোরিয়ার প্রতি নিরাপত্তা পরিষদের নিন্দা

শেয়ার করুন

উত্তার কোরিয়াবিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনায় উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যত দ্রুত সম্ভব এ ধরনের ক্ষেপণাস্ত্র  পরীক্ষা বন্ধের আহবান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো রাজধানী পিয়ংইয়ং থেকে মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন। এর আগে আরো চারটি মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছিলে তারা।

কিম বলেন, প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন তারা। প্রশান্ত সাগরে সামরিক মহড়ার জবাবে এটা আমাদের প্রথম পদক্ষেপ। এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায়, উত্তর কোরিয়ার এখন নিজেকে সংযত করা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে উত্তর কোরীয় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।