অস্ট্রেলিয়াকে ২০ রানে হারালো টাইগাররা

অস্ট্রেলিয়াকে ২০ রানে হারালো টাইগাররা

শেয়ার করুন

MIRPUR, BANGLADESH - AUGUST 30: Shakib Al Hasan of Bangladesh celebrates taking the wicket of Glenn Maxwell of Australia during day four of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 30, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

নিজস্ব প্রতিবেদক :

ইংল্যান্ড বধের পর এবার অস্ট্রেলিয়াকেও মাটিতে নামালো বাংলাদেশ। জয়ের সম্ভাবনা অস্ট্রেলিয়া  তৃতীয় দিনেই তৈরি করেছিল। কিন্তু সাকিব আল হাসান ঘুর্নী জাদুতে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট ১ দিন বাকি রেখেই শেষ করেছে বাংলাদেশ। সঙ্গে ২০ রানের ঐতিহাসিক জয় মুশফিক বাহিনীর। ফিফটির পাশাপাশি ২ ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা সাকিব।

MIRPUR, BANGLADESH - AUGUST 30: Taijul Islam of Bangladesh celebrates taking the wicket of Ashton Agar of Australia during day four of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 30, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনেই বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল বলেছিলেন, মিরপুরের উইকেট আনপ্রেডিক্টেবল। তাই ঘটতে পারে যে কোন কিছু। তবে হাতে ৮ উইকেট নিয়ে ১৫৬ রানে জন্য খেলেতে নেমে  সকালটা যেভাবে শুরু করেছিলেন স্মিথ ওয়ার্নার তাতে অজিদের জয়টা তখন ছিল মাত্রই সময়ের।267609.3তবে, বিধাতা হয়তো ঠিক করে রেখেছিলেন অন্য কিছু। প্রায় হারতে বসা এক ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো সাকিব যাদুতে। তৃতীয় দিনে সৌম্যর কল্যাণে জীবন পাওয়া সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরান এই বিশ্বসেরা অলরাউন্ডার। তখন জয়ের জন্য অতিথিদের প্রয়োজন ছিল মাত্র ১০৭ রান।MIRPUR, BANGLADESH - AUGUST 30:  Steve Smith of Australia and Mushfiqur Rahim of Bangladesh shake hands after Bangladesh defeated Australia during day four of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 30, 2017 in Mirpur, Bangladesh.  (Photo by Robert Cianflone/Getty Images)

এরপর আর দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বিদায়ের পর ৩৭ রানে ফেরত যান অধিনায়ক স্মিথ। তাকেও শিকার বানা সাকিব।পাঁচ নম্বরে নামা পিটার হ্যান্ডসকম্ব বিদায় নেন দলীয় ১৮৭ রানে।তাইজুলকে সাথে নিয়ে সাকিব মধ্যাহ্ন বিরতির আগেই ফেরান ম্যাথু ওয়েড আর অ্যাস্টন অ্যাগারকে।

MIRPUR, BANGLADESH - AUGUST 30: Bangladeshi fans cheer after Bangladesh defeated Australia during day four of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 30, 2017 in Mirpur, Bangladesh.  (Photo by Robert Cianflone/Getty Images)

বিরতির পরই ম্যাক্সওয়েলকে ফেরত পাঠান সাকিব। তবে টাইগারদের চিন্তার কারন হয়ে দাঁড়ান প্যাট কামিন্স। অজি এই পেসারের দায়িত্বশীল ব্যাটিং কিছু সময়ের জন্য হলেও ম্যাচে ফেরায় সফরকারীদের।MIRPUR, BANGLADESH - AUGUST 30:  Bangladesh celebrate after they defeated Australia during day four of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 30, 2017 in Mirpur, Bangladesh.  (Photo by Robert Cianflone/Getty Images)

না, তাতেও আর শেষ রক্ষা হয়নি। ১১ বছর পর বাংলাদেশে খেলতে এসে প্রথম টেস্টেই পরাজয়ের স্বাদ পেতে হলো ক্রিকেট বিশ্বের সবচেয়ে পেশাদার এ দলকে। জয়ের জন্য মাত্র ২১ রান দূরে থাকা অবস্থায় তাইজুলে বলে কামিন্স বিদায় নিলে রচিত হয় ইতিহাস। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের উচ্ছাসে মেতে উঠে টাইগাররা।