কিম জং হত্যা : উ.কোরিয়ার কূটনীতিকসহ দুই কর্মকর্তাকে খুঁজছে মালয়েশিয়া

কিম জং হত্যা : উ.কোরিয়ার কূটনীতিকসহ দুই কর্মকর্তাকে খুঁজছে মালয়েশিয়া

শেয়ার করুন

_94791165_mediaitem94791164
বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যায় জড়িত সন্দেহে, দেশটির দূতাবাস ও এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে চিহ্নিত করেছে মালয়েশিয় পুলিশ।

দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, উত্তর কোরিয়ার দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তার পদবি হচ্ছে সেকেন্ড সেক্রেটারি। তারা মালয়েশিয়াতেই আত্মগোপনে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

পুলিশ প্রধান আবু বকর জানান, রহস্যজনক এই হত্যাকাণ্ডের পুরো বিষয়টি তারা আয়ত্ত্বে এনেছেন। নিশ্চিত করেছেন, হত্যাকাণ্ডে জড়িত আরো ৪ জন সেদিনই মালয়েশিয়া থেকে পালিয়ে উত্তর কোরিয়া চলে গেছে। ন্যামের হত্যায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুই নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় বিষ প্রয়োগে ন্যামকে হত্যা করা হয়।