যুক্তরাষ্ট্রগামী বিমান থেকে নামিয়ে দেয়া হল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষককে

যুক্তরাষ্ট্রগামী বিমান থেকে নামিয়ে দেয়া হল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষককে

শেয়ার করুন

170221121533-01-juhel-miah-exlarge-169নিজস্ব প্রতিবেদক :

অভিবাসন ইস্যু বিতর্কের মধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি আইসল্যান্ডের রিকজাভিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ান জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত জুহেল মিয়ার জন্ম ইংল্যান্ডের ওয়েলসে। তিনি সেখানকার নেথ পোর্ট টালবোট এলাকার ল্যানগেট কম্প্রিহেনসিভ স্কুলের শিক্ষক।

শিক্ষার্থীদের নিয়ে তিনি আইসল্যান্ডে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। তিনি জানান, পাসপোর্ট দেখে আলাদা কক্ষে নিয়ে তাঁর জিনিসপত্র ও পুরো শরীর তল্লাশি করা হয়। এরপর তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমান উড়াল দেয়ার কিছুক্ষণ আগে কয়েকজন নিরাপত্তারক্ষী তাঁকে বিমান থেকে নামিয়ে আনেন। কোনো কারণ না জানিয়ে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। ইতোমধ্যে, জুহেলকে ছাড়াই বাকীরা যুক্তরাষ্ট্রে চলে যান। কাউন্টি বার কাউন্সিল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাসে চিঠি দিয়েছে।