কাবুলে বোমা বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু

কাবুলে বোমা বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু

শেয়ার করুন

_104417224_050725537-1বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন মানুষ।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরু বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় : মহানবী হযরত মুহম্মদ (স) এর জন্মদিন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় কাবুলের একটি হলে ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হলে সেখানে বোমা হামলা চালানো হয়।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের ইউরেনাস হলে ঢুকে এ বোমা বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির কোন না কোন জায়গায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে তালেবান অথবা আইএস জঙ্গিরা।