কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা ঠেকাতে সোমবারের অধিবেশন স্থগিত করেছে আদালত

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা ঠেকাতে সোমবারের অধিবেশন স্থগিত করেছে আদালত

শেয়ার করুন

71CFCDA1-9564-42BB-BA49-44F39A1B7CF3_w1023_r1_sবিশ্বসংবাদ ডেস্ক :

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা ঠেকাতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির আগামী সোমবারের অধিবেশন স্থগিত করেছে স্পেনের কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার আদালত এই আদেশ জারি করেন।

আদালতের আদেশে বলা হয়, কাতালোনিয়ার পার্লামেন্টে অধিবেশনের আয়োজন করা হলে তা হবে সংবিধান লঙ্ঘন। আগামী সোমবার কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণার কথা জানিয়েছিলেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নেতারা। তবে এর আগেই বৃহস্পতিবার এ ইস্যুতে স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞা এলো।

ব্যাপক পুলিশি সহিংসতার মুখে স্পেন সরকার কর্তৃক অবৈধ ঘোষিত ওই গণভোটের আয়োজন করে কাতালোনিয়ার কর্তৃপক্ষ। আগেই নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, গণভোটে স্বাধীনতাপন্থীরা জয়ী হলে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে।

গণভোটের পর কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট জানিয়েছিলেন তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্ততার পক্ষপাতী। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার তা প্রত্যাখ্যান করে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানান, যে কোনও ধরনের সমঝোতার আগে কাতালোনিয়াকে আইনের পথে ফিরে আসতে হবে।