ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু

ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু

শেয়ার করুন

usa-trump-protestsবিশ্বসংবাদ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রতিবাদের যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু করেছে নাগরিক অধিকার আন্দোলনের হাজারো কর্মী।

তীব্র শীত উপেক্ষা করে ওয়াশিংটনের মার্টিন লুথার কিং মেমোরিয়ালের সামনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। এসময় আন্দোলনকারীরা ‘নো জাস্টিস’: ‘নো পিচ’ শ্লোগানের প্রকম্পিত করে রাজপথ। সমাবেশে বক্তারা সংখ্যালঘু অধিকার রক্ষা এবং প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামা কেয়ার’ বাতিল না করার দাবি জানান।

সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও অধিকারকর্মী আল শার্পটন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের ‘শক্ত অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এতোদিনের সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছেন তারা, তা একটি নির্বাচনে জয়ের চেয়ে বেশি কিছু। তাদের অর্জনকে হারাতে চান না তারা।

প্রায় ৩০টি ট্রাম্প-বিরোধী গ্রুপ ওই সমাবেশের আয়োজন করে। তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে ওয়াশিংটন পুলিশ ও সিক্রেট সার্ভিস অতিরিক্ত প্রায় তিন হাজার কর্মকর্তা এবং পাঁচ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মজুদ রেখেছে। ওয়াশিংটনে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচীর সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে প্রায় দুই লাখ মানুষের জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প।