সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

শেয়ার করুন

Capture4মংলা প্রতিনিধি :

মংলায় সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় রবিবার দুপুরে সেনা বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মিল দু’টির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সেনা এলপিজি এবং সেনা সিমেন্ট’র প্রকল্প পরিচালক কর্ণেল মোহাম্মদ নরুল ইসলাম।Captureএছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ এলিফ্যান্ট ব্র্যান্ড, সেনা সিমেন্ট ও সেনা এলপিজির ডিলার, ঠিকাদার এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তিতে ২০১৪ সালে এ প্লান্ট দু’টির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের নভেম্বরে উৎপাদনে যায় প্রতিষ্ঠান দু’টি। এলপিজি প্লান্ট হতে প্রতি ঘন্টায় ১২শ সিলিন্ডার এবং সেনা সিমেন্ট ফ্যাক্টরী হতে ঘন্টায় প্রায় ৫০ মেট্টিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। #