ওয়াশিংটনে ট্রেনের বগি ছিটকে মহাসড়কে, ৬ জনের মৃত্যু

ওয়াশিংটনে ট্রেনের বগি ছিটকে মহাসড়কে, ৬ জনের মৃত্যু

শেয়ার করুন

_99264223_5403d852-f0ad-4ed7-902d-cbaafee0506dবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডুপন্ট শহরের কাছে উড়ালসেতুর ওপর একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়লে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে পোর্টল্যান্ড ও সিয়াটলের মধ্যকার যাত্রাপথে অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেনটির ২টি বগি  লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

এসময় ট্রেনের বগি উপর থেকে কয়েকটি গাড়ির ওপর পড়লে আরো বেশকিছু মানুষ আহত হন। ট্রেনের ভেতরে আটকা পড়েন আরো মানুষ। ৭৭ জনকে আহত অবস্থায় কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রেনটি ৭৮ জন আরোহী এবং ৫ জন ক্রু নিয়ে ঘন্টায় ৮০ মাইলের বেশি বেগে চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার পর রাজ্যটির গভর্নর জে ইনসলে জরুরি অবস্থা জারি করেছেন।