ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীমকে অপসারণ

ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীমকে অপসারণ

শেয়ার করুন

b_b_fbনিজস্ব প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে গভর্নর ফজলে কবিরের নির্দেশ ফারমার্স ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা ।

এ কে এম শামীমকে কেন ওই পদ থেকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে গত ২৬ নভেম্বর নোটিস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল। নোটিসে বলা হয়, ফারমার্স ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে পারেননি তিনি। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে ব্যাংকটি ঋণ বিতরণ করে গেছে।

ওই নোটিসের পরদিন ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর এবং অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেন।

ওইদিনই মোহাম্মদ মাসুদকে ব্যাংকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়। সেইসঙ্গে ব্যাংকটির নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কথাও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।