এক হাজার রুপির নোট আরও উন্নত করে ছাড়বে ভারত সরকার

এক হাজার রুপির নোট আরও উন্নত করে ছাড়বে ভারত সরকার

শেয়ার করুন

_92375604_mediaitem92375602

বিশ্বসংবাদ ডেস্ক :

বাতিল করা এক হাজার রুপির নোট খুব শিগগিরই আরও উন্নত করে ছাড়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।

আগামী কয়েক মাসের মধ্যে ১ হাজার রূপির উন্নত নোট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার। কালো টাকার আগ্রাসন ও অর্থ লোপাট ঠেকাতে গত মঙ্গলবার ভারতে ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়।

ভারত সরকারের আকস্মিক এ দুই ধরণের রূপি বাতিলের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ভারতে অবস্থান করা দেশি-বিদেশি পর্যটকেরা। এদিকে, মানি এক্সচেঞ্জগুলো তাদের লেনদেন বন্ধ করে দিয়েছেন। সরকারের এ ঘোষণার পর  উত্তর প্রদেশে বস্তা ভর্তি  ৫শ ও ১ হাজার রূপি পুড়িয়ে স্থানীয়রা।