স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১০ শতাংশ কমেছে

স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১০ শতাংশ কমেছে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১০ শতাংশ কমেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-ডব্লিউজিসি।

জুলাই-সেপ্টেম্বরে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ছিল ৯৯২ দশমিক ৮ টন। ২০১৫ সালের একই সময়ে ১ হাজার ১০৪ দশমিক ৮ টন স্বর্ণের চাহিদা ছিল।

ডব্লিউজিসি এর তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০১৫ সালের একই সময়ের চেয়ে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১১২ টন কমেছে। চলতি বছর স্বর্ণের বার ও কয়েন ব্যবহার কমেছে। এ বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণের বার ও কয়েনের মোট চাহিদা ছিল ১৯০ টন। ২০১৫ সালের একই সময়ের চেয়ে যা ৩৬ শতাংশ কম।

২০১৫ সালের একই সময় যেখানে কেন্দ্রীয় ব্যাংকে পণ্যটির চাহিদা ছিল ১৬৮ টন। আগের বছরের জুলাই-সেপ্টেম্বরে যেখানে সরবরাহ হয়েছিল ৮৬৬ টন স্বর্ণ।

এদিকে আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের দাম রয়েছে বাড়তির দিকে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মূল্যবান ধাতুটির বাজার এখন ঊর্ধ্বমুখী হয়েছে। এর আগে গত জুনে ব্রিটেনে বেক্সিট অনুষ্ঠিত হওয়ার পর থেকে দরপতনে ছিল স্বর্ণের বাজার।