উ. কোরিয়া থেকে মুক্তি পাবার পর মারা গেলেন মার্কিন শিক্ষার্থী

উ. কোরিয়া থেকে মুক্তি পাবার পর মারা গেলেন মার্কিন শিক্ষার্থী

শেয়ার করুন

_96558330_040150334-1বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ায় কারাবাসের সময় কোমায় চলে যাওয়া মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ের মারা গেছেন। তাকে চুরির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল পিয়ংইয়ং। পরিবারের দাবি, নির্যাতনের শিকার হয়ে অটো কোমায় চলে যান।

২২ বছর বয়সী ওই যুবক ২০১৫ সালে একটি পর্যটক দলের সঙ্গে ঘুরতে পিয়ংইয়ং গিয়েছিলেন। ২০১৬ সালের ২ জানুয়ারি তাকে একটি প্রচারণামূলক পোস্টার চুরির অভিযোগে গ্রেফতার করে উত্তর কোরীয় পুলিশ। পরে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয় কর্তৃপক্ষ।

কারাবাসের সময় গত এক বছর ধরে অটো ওয়ার্মবিয়ের কোমায় ছিলেন যা তার পরিবারের কাছে গোপন রাখা হয়েছিল। ১৩ জুন কোমায় থাকা অটোকে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। এরপর নিজ শহর সিনসিনাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।