চাল আমদানিতে শুল্ক কমিয়ে ১০ শতাংশ হচ্ছে

চাল আমদানিতে শুল্ক কমিয়ে ১০ শতাংশ হচ্ছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে প্রতিযোগিতা আইন নিয়ে আয়োজিত এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে চাল আমদানি করতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে বাজার দ্রুত স্বাভাবিক হয়ে আসবে- আশাবাদী মন্ত্রী। জনমনে অসন্তোষ হয় বাজেটে এমন কোন সিদ্ধান্ত নেয়া হবেনা- মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট সংশোধন করেই পাস হবে ।