‘উত্তেজনা ও যুদ্ধপরিস্থিতির দায় ভারতের’

‘উত্তেজনা ও যুদ্ধপরিস্থিতির দায় ভারতের’

শেয়ার করুন

pakistan-army-general-raheel-sharif-1438706119-3012710বিশ্ব সংবাদ ডেস্ক:

উষ্কানিমূলক শব্দ ব্যবহার করে ভারত উত্তেজনা ও যুদ্ধপরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

কয়েকটি গণমাধ্যমে প্রতিনিধিদের নিয়ে আজাদ কাশ্মিরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এই মন্তব্য করেন, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়ার।

তিনি দাবি করেন, ঘটনাস্থলে সার্জিক্যাল স্ট্রাইকের কোনো আলামত খুঁজে পাননি তারা। এতে প্রমাণ হয় যে, ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের যে দাবি করে আসছে, তা সঠিক নয়। কাশ্মির সীমান্তে যা ঘটেছে, তা দু’পক্ষের মধ্যে সীমান্ত গোলাগুলির ঘটনা মাত্র।

এর আগে গত বৃহস্পতিবার ভারত দাবি করে, বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়।

দুই দেশের উত্তেজনার মধ্যে, ভারতীয় দাবিকে মিথ্যে প্রমাণ করতে শনিবার সংবাদমাধ্যমগুলোকে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী। অসীম বাজওয়া সাংবাদিকদের বলেন, সীমান্ত উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ ভারতের দিক থেকেই নেয়া হচ্ছে।