উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলার জন্য পারমাণবিক অস্ত্রের মজুদ করবে: মার্কিন গোয়েন্দা

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলার জন্য পারমাণবিক অস্ত্রের মজুদ করবে: মার্কিন গোয়েন্দা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে না পারলে, খুব শিগগিরিই তারা যুক্তরাষ্ট্রে হামলায় সক্ষম পারমাণবিক অস্ত্র মজুদ করতে পারে। এমন সকর্তবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।

মঙ্গলবার সিনেটের শুনানিতে উত্তর কোরিয়াকে নিয়ে প্রশ্নের জবাবে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেনেন্ট জেনারেল ভিনসেন্ট স্টিওয়ার্ট এই সতর্কবার্তা উচ্চারণ করেন। এর মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে মার্কিনিদের মাথা ব্যথার চূড়ান্ত প্রতিফলন দেখা গেলো।

নিজেদের সুরক্ষার স্বার্থেই এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানায় উত্তর কোরিয়া। কিন্তু কবে নাগাদ উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরীতে সক্ষম হবে, তা জানাতে পারেননি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা প্রধানরা।

তবে সতর্ক করে বলেছেন উত্তর কোরিয়াকে এখনই নিয়ন্ত্রণে না আনলে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরীর সক্ষমতা অর্জনে তাদের খুব বেশি দেরি হবে না।