উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরো কঠোর নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরো কঠোর নিষেধাজ্ঞা

শেয়ার করুন

3537a0495f904ad29ca35dd250b12bf1_18
বিশ্বসংবাদ ডেস্ক :

পরমানু অস্ত্র কর্মসূচী বিষয়ে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করলো যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই নিষেধাজ্ঞার আওতায়, উত্তর কোরিয়ার সঙ্গে যে সব আর্থিক প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে, সেগুলোকে চিহ্নিত করার ক্ষমতা দেয়া হয়েছে মার্কিন অর্থ বিভাগকে।

ট্রাম্প আরো বলেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যেই দেশটির অন্যান্য ব্যাংককে পিয়ং ইয়ং এর সঙ্গে বাণিজ্য না করতে নির্দেশনা দিয়েছে।

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের দুই সপ্তাহ পার না হতেই ডোনাল্ড ট্রাম এই সিদ্ধান্ত নিলেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে পিয়ংইয়ং এর আয় কমিয়ে দেয়া। যাতে তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচীতে বিনিয়োগ করতে না পারে। উত্তর কোরিয়ার বস্ত্র, মৎস্য, তথ্য প্রযুক্তি এবং সংযোজন ও উৎপাদন শিল্প এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।