উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চলমান অভিযানকে সমর্থন জানালো ক্ষমতাসীন দলের পত্রিকা

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চলমান অভিযানকে সমর্থন জানালো ক্ষমতাসীন দলের পত্রিকা

শেয়ার করুন

_102929205_uighurwomenবিশ্বসংবাদ ডেস্ক :

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান অভিযানকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্লোবাল টাইমস।

এতে বলা হয় এই অভিযানের কারণে জিনজিয়াং প্রদেশ চীনের সিরিয়া অথবা লিবিয়ায় পরিণত হয় নি। উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের আচরণ বিশেষ করে তাদের গণ গ্রেপ্তারের বিরুদ্ধে সম্প্রতি জাতিসংঘের বৈষম্য বিরোধী কমিটি উদ্বেগ প্রকাশ করে। তারই প্রেক্ষিতে সোমবার প্রকাশিত পত্রিকাটির এক সম্পাদকীয়তে এই কথা বলা হয়।

জাতিসংঘের বৈষম্য বিরোধী কমিটির ভাইস চেয়ারপার্সন গে ম্যকডোগাল বলেন চীনের পশ্চিমাঞ্চলে উগ্রবাদীদের জন্য তৈরি কারাগারে রাখা হয়েছে ১০ লাখের বেশী উইঘুর মুসলমান সম্প্রদায়ের মানুষকে। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে আরো বলা হয় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য জিনজিয়াং অঞ্চলকে ঢেলে সাজাতে হবে। চলমান অভিযানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ পশ্চিমাদের ধ্বংসাত্মক প্রচারণা উল্লেখ করে গ্লোবাল টাইমস বলে যেকোন মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ও শান্তিকে সবার ওপরে স্থান দিতে হবে।