ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে না থাকলে সমস্যায় পড়তে হবে: যুক্তরাজ্যকে হুমকি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে না থাকলে সমস্যায় পড়তে হবে: যুক্তরাজ্যকে হুমকি

শেয়ার করুন

aa-Cover-g6olnntf109sena0upafhd6an3-20180422054220.Mediবিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ইউরোপের সঙ্গে নয়, বরং ট্রাম্পের পাশে থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে সমস্যায় পড়তে হবে বলে থেরেসা মে’র সরকারকে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সম্প্রতি ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। মিত্র ইউরোপীয় ইউনিয়ন এর বিপক্ষে অবস্থান নিলেও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফের এক লেখায় যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেন, আমেরিকা চাপ অব্যাহত রাখছে এবং যুক্তরাজ্যকে তাদের পাশে চান তিনি। উডি জনসন লিখেছেন, যুক্তরাষ্ট্র একটি সমন্বিত চুক্তির দিকে যাচ্ছে। এজন্য সেই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাজ্যের উচিত তার কূটনৈতিক শক্তি দিয়ে সহায়তা করা এবং প্রভাব বিস্তার করা। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যাবে না।