ইরমার তাণ্ডবে ক্যারিবিয়ানে নিহত ২৫, ফ্লোরিডায় আঘাতের অপেক্ষা

ইরমার তাণ্ডবে ক্যারিবিয়ানে নিহত ২৫, ফ্লোরিডায় আঘাতের অপেক্ষা

শেয়ার করুন

_97732789_041562590-1বিশ্বসংবাদ ডেস্ক :

কেয়ক ঘন্টার মধ্যে ফ্লোরিডা উপকুল অতিক্রম করবে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন  শক্তিশালী হারিকেন ইরমা। ইতমধ্যে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ‘ইরমা’র আঘাতে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েয়েছ।

শুক্রবার মাঝরাতে কিউবার উত্তরপূর্বাঞ্চলীয় কামাওয়ে আর্কিপ্যালেগো উপকূলে আঘাত হানে ওই ঘূর্ণিঝড়। ইরমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বারবুডা, সেন্ট মার্টিন এবং ব্রিটিশ ও মার্কিন ভার্জিন দ্বীপগুলি। ক্ষয়ক্ষতি এড়াতে উত্তর উপকূলের বিভিন্ন পর্যটন কেন্দ্র ছেড়ে যায় অন্তত ৫০ হাজার পর্যটক। বিবিসির জানায়, শক্তিশালী এই হারিকেনের প্রভাবে এখন ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছে।

উপকূলের দিকে দুইশ কিলোমিটার বেগে বাতাস বইছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় বাড়িঘর ডুবিয়ে দেয়ার মতো জলোচ্ছাস হবারও সম্ভাবনা রয়েছে। শক্তিশালী ঝড়টি যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক দুর্যোগ বয়ে আনবে বলে সতর্ক করেছেন দেশটির ফেডারেল ইমারজেন্সি এজেন্সি।  ঝড়ের প্রভাবে কয়েকদিনের জন্য ফ্লোরিডা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।  এরইমধ্যে বেশকিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।