ইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৩

শেয়ার করুন

_93015905_afp2বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ আরোহী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির প্রত্যন্ত পাপুয়া প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের তিনজন পাইলট এবং বাকি ১০ জন সামরিক বাহিনীর সদস্য।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের পরিচালক আইভান আহমাদ রিশকি’র বরাত দিয়ে রয়টার্স জানায়, বিধ্বস্ত বিমানটি হারকিউলিস সি-১৩০ প্রশিক্ষণ বিমান। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে বিমানটি তিমিকা বিমানবন্দর থেকে ওয়ামেনা শহরের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু পথের মাঝে লিসুয়া পর্বতমালার ওপর বিধ্বস্ত হয় বিমানটি।

_93015907_afpআইভান আহমাদ আরও জানান, দুর্ঘটনাস্থল শনাক্ত করে নিহত ব্যক্তিদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি দেশটির বিমানবাহিনী।

দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত পার্বত্যঞ্চল পাপুয়ায় যাতায়াতের জন্য আকাশপথই প্রধান ভরসা। ২০১৫ সালের মার্চ মাসে পাপুয়াতে আরেকটি বিমান দুর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়।