ডুবোড্রোন জব্দের ঘটনায় চীনের তীব্র সমালোচনা ট্রাম্পের

ডুবোড্রোন জব্দের ঘটনায় চীনের তীব্র সমালোচনা ট্রাম্পের

শেয়ার করুন

_93014401_036923598-1

বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন ডুবোড্রোন জব্দ করা নিয়ে চীনের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোনটি চুরি করেছে চীন। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করেই, ড্রোনটি নিজেদের দেশে নিয়ে গেছে তারা।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইনসম্মতভাবেই দক্ষিণ চীন সাগরে পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই ডুবোড্রোনটি।

_93009237_5676696c-113c-491c-9970-b11a38f1e66aবৃহস্পতিবার চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ড্রোনটি জব্দ করে। এর পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেওয়ার বিষয়ে, চীনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। অন্যদিকে মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও, দক্ষিণ চীন সাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানতে নারাজ চীন। দক্ষিণ চীন সাগরের ওই এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করে আসছে চীন।