ইদলিবে রাসায়নিক হামলা: জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ

ইদলিবে রাসায়নিক হামলা: জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ

শেয়ার করুন

1491309636-crop

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার ইদলিব প্রদেশে বিষাক্ত রাসায়নিক হামলায় ৫৮ জন নিহতের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফ্রান্স ও ব্রিটেনের আহবানে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রাসায়নিক হামলার ঘটনায় সিরিয়া সরকারকে দোষারোপ করছে আন্তর্জাতিক মহল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয় বিমান বিদ্রোহীদের অস্ত্র তৈরির কারখানায় হামলা করলে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রও বাশার সরকারকেই দোষারোপ করছে।

তবে বিমান হামলার কথা অস্বীকার করেছে দামেস্ক। জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত একে যুদ্ধাপরাধ উল্লেখ করে বলেছেন, এতে সিরিয়া শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যহত হবে। এরইমধ্যে ব্রাসেলসে এক সম্মেলনে ইদলিবে হতাহতদের চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ৭০টি দেশ।