সিটিং সার্ভিস বন্ধে মালিকদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওবায়দুল কাদের

সিটিং সার্ভিস বন্ধে মালিকদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওবায়দুল কাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে মালিকদের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে মানিকমিয়া এভিনিউতে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিটিং সার্ভিস করা হয়েছে শুধু অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। তাছাড়া, গনপরিবহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনতে সড়ক ও জনপথ বিভাগ পরিকল্পনা অনুযায়ি কাজ করছে।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে মোটরযান আইন যুগোপযোগী করা হচ্ছে। এটা ইতোমধ্যই মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। সবার মতামত নিয়ে আইনটি জাতীয় সংসদে চূড়ান্ত করা হবে। এক প্রশ্নের জবাব তিনি বলেন, মোটরযান আইনে  আগামীতে যাতে চালকদের পাশাপাশি মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় সে বিধান সংযোজন করা হবে।