ইতালির নতুন প্রধানমন্ত্রী হলেন পাওলো

ইতালির নতুন প্রধানমন্ত্রী হলেন পাওলো

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পাওলো জেনতিলোনি।

তাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। জেনতিলোনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদ্য ক্ষমতা ছাড়া প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির স্থলাভিষিক্ত হলেন তিনি। ৬২ বছর বয়সী ডেমোক্র্যাটিক পার্টির নেতা জেনতিলোনিকে রেনজির অনুগত বলে বিবেচনা করা হয়।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে শোচনীয় হারের পর দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি গত সপ্তাহে পদত্যাগ করেন। বুধবার ইতালির পার্লামেন্টে নতুন সরকার অনুমোদনে ভোট হওয়ার কথা রয়েছে।

জেনতিলোনি সমর্থন আদায়ে সফল হলে দ্রুতই মন্ত্রীসভা গঠণ করবেন। এদিকে, বিরোধীদলগুলো দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে। ২০১৮ সালের মে মাসে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।