ইঞ্জিন ভেঙে পড়ার পরও ৪৯৬ যাত্রী নিয়ে বিমানের নিরাপদ অবতরণ

ইঞ্জিন ভেঙে পড়ার পরও ৪৯৬ যাত্রী নিয়ে বিমানের নিরাপদ অবতরণ

শেয়ার করুন

_98088263_22046146_1584623314916873_3392699967052268143_n
বিশ্বসংবাদ ডেস্ক :

ইঞ্জিনের একাংশ ভেঙে পড়ার পরও নিরাপদে অবতরণ করেছে ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনার সময় ৪৯৬ জন যাত্রী ও ২৪ জন কর্মী নিয়ে বিমানটি আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে প্যারিস থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিল।
_98088269_22049858_1584623278250210_9076062418805806692_nশনিবার গ্রিনল্যান্ডের পশ্চিমে এ-৩৮০ এয়ারবাসটির চারটি ইঞ্জিনের মধ্যে একটির একাংশ ভেঙে পড়ে। বিমানটির সাবেক ইঞ্জিনিয়ার ডেভিড রেমারও ভ্রমণ করছিলেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড শব্দে ইঞ্জিনের একাংশ খুলে যাওয়ায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। এ সময় দ্রুত ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলট। তবে উড়োজাহাজের পাখায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পরে কানাডার পূর্বাঞ্চলে লেব্রাডরের গুস বে বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ইঞ্জিন ব্যবহার করে বিমানটি এক ঘণ্টা আকাশে ওড়ার পর অবতরণ করে।