রাজধানীর মাছ বাজারগুলো ইলিশ শুণ্য

রাজধানীর মাছ বাজারগুলো ইলিশ শুণ্য

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মাছ বাজারগুলো আজ ছিল ইলিশশুন্য। নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশ না থাকায়, কিছুটা বেড়েছে অন্যান্য মাছের দাম।

প্রধান প্রজনন মৌসুমে পহেলা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশ রক্ষা ও স্বচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রাজধানীর বাজারগুলোতে এ বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণও করা হয়েছে। তবে রোববার বাজারে অন্যান্য মাছের জন্য কিছুটা বাড়তি দাম গুণতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, এতদিন ইলিশের চাহিদার কারণে বাজারে অন্যান্য মাছের সরবরাহ কিছুটা কম। তবে দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তাঁরা।