ইইউভুক্ত দেশের নাগরিকত্ব নিচ্ছেন হাজার হাজার বৃটিশ

ইইউভুক্ত দেশের নাগরিকত্ব নিচ্ছেন হাজার হাজার বৃটিশ

শেয়ার করুন

96866-004-89472D98
বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রেক্সিট বিষয়ে গণভোটের পর থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব পেতে ছুটছে হাজারে হাজারে বৃটিশ নাগরিক। ইউরোপিয় ইউনিয়নভুক্ত ১৭টি দেশের মধ্যে একটি দেশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিবিসি এ খবর জানিয়েছে।

২০১৭ সালে ১২ হাজার ৯৯৪ জন বৃটিশ নাগরিক ওই দেশটির নাগরিকত্ব লাভ করেছে। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৫ হাজার ২৫ এবং ২০১৫ সালে ১৮ ‘শ। সবচেয়ে বেশি নাগরিকত্ব দেওয়া দেশ হচ্ছে জার্মান। যেখানে ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৫৯৪, তবে ২০১৭ সালে জার্মান নাগরিকত্ব নেওয়ার সংখ্যা বেড়ে ৭ হাজার ৪৯৩ তে পৌছেছে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হওয়ার আইনগত অধিকার সম্পন্ন বৃটিশ নাগরিকরা, কিছু শর্ত পুরণ সাপেক্ষে এ সুবিধা পাচ্ছেন।