আসাদকে সমর্থনের সরাসরি ঘোষণা দিলেন পুতিন

আসাদকে সমর্থনের সরাসরি ঘোষণা দিলেন পুতিন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আবারো নিজের দৃঢ় সমর্থনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, মার্কিন বাহিনী সিরিয়ায় আরও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশল খুজছে।

২০০৩ সালে ইরাকে আগ্রাসনের মতোই কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। যা হতে দেয়া হবে না। রাসায়নিক হামলায় আসাদ সরকারের জড়িত থাকার বিষয়ে মার্কিন প্রশাসনের দেয়া প্রমাণকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ।

এমন এক সময়ে পুতিন এ সমর্থন জানালেন, যখন আসাদের প্রতি রুশ সমর্থনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাশিয়া সফরে গেছেন।

পুতিন আগেই জানিয়েছেন, তিনি টিলারসনের সঙ্গে দেখা করবেন না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।