আল জাজিরার সম্প্রচার বন্ধের ঘোষণা ইসরাইলের

আল জাজিরার সম্প্রচার বন্ধের ঘোষণা ইসরাইলের

শেয়ার করুন

_97231130_mediaitem97231129বিশ্বসংবাদ ডেস্ক :

নিজেদের দেশে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা’র প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইলের যোগাযোগ মন্ত্রী আইয়ুব কারা। চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, আল জাজিরা সন্ত্রাসবাদকে সমর্থন করে।

আল জাজিরা’র জেরুজালেম অফিস বন্ধ করে দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান ইসরাইলের যোগাযোগ মন্ত্রী। তবে ওই  সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আল জাজিরা কর্তৃপক্ষ।

এর আগে, সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা টেলিভিশন চ্যানেলটিও বন্ধ করে দেয়। ইসরাইলের সরকার জানায়, সুন্নি আরব দেশগুলোর আল জাজিরা বন্ধের সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই ঘোষণার পর নেতানিয়াহু আইয়ুব কারাকে শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় বলেন, আল জাজিরার উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য তার নির্দে মেনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারার।