চট্টগ্রাম বন্দরে ভাসমান টার্মিনাল নির্মাণ করা হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ভাসমান টার্মিনাল নির্মাণ করা হবে : অর্থমন্ত্রী

শেয়ার করুন

20621219_1894742950776763_6808898252798999167_nনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে বহির্নোঙরে একটি ভাসমান টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার বিকেলে কেরাণীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী দেড় বছরের মধ্যে এই টার্মিনাল নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ভাসমান টার্মিনালে পণ্য নামিয়ে ছোট জাহাজে করে পানগাঁও নিয়ে আসা অনেক সহজ হবে।

সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পানগাঁও টার্মিনাল ব্যবহার করে পণ্য পরিবহনে সময় এবং খরচ বেশি হওয়ায় ব্যবসায়ীরা এই রুট ব্যবহারের আগ্রহী হচ্ছে না। তাই টার্মিনালকে গতিশীল করতে সরকারকে আরো সচেষ্ট হতে হবে।