আলেপ্পোয় বিদ্রোহী এলাকা থেকে জনগনকে নিরাপদ থাকার আহ্বান

আলেপ্পোয় বিদ্রোহী এলাকা থেকে জনগনকে নিরাপদ থাকার আহ্বান

শেয়ার করুন

_91354263_mediaitem91354260

বিশ্বসংবাদ ডেস্ক :

আলেপ্পোয় বিদ্রোহীদের অবস্থান থেকে জনগনকে নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানিয়েছে সিরিয় সেনাবাহিনী। নিউইয়র্কে একটি কুটনৈতিক সংলাপে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়ায় যুদ্ববিরতি পুনরায় চালু করতে ঐক্যমতে না পৌঁছানোর  কারণে এ আহ্বান জানায় দেশটির সেনাবাহিনী।

এর আগে আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। অন্যদিকে, সোমবার ত্রাণবাহী ট্রাক বহরে হামলার পর থেকে বন্ধ থাকা জাতিসংঘের ত্রাণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। সোমবার আলেপ্পোতে ঢোকার অপেক্ষায় থাকা ত্রাণবাহী ট্রাকের বহরে বিমান হামলার পর ৪৮ ঘণ্টা বন্ধ ছিলো জাতিসংঘের ত্রাণ কার্যক্রম। তবে বৃহস্পতিবার রাজধানী দামেস্কের শহরতলীর মুয়াদামিয়া এলাকায় আবারও ত্রাণ কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ।