২০১৭ সালকে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের বর্ষ ঘোষণার দাবি

২০১৭ সালকে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের বর্ষ ঘোষণার দাবি

শেয়ার করুন

5be26bd0b4364f7bbbb80df815a9f0fa_18

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের জন্য ২০১৭ সালকে আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এসব আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা চান এমন এক নেতা ইসরায়েল পাবে এমন আশা রেখে আব্বাস বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন হাত বাড়িয়ে রেখেছি।
c90be431b03d4b20b521e6924a339d39_18
ভাষণে, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না করা পর্যন্ত অঞ্চলটি থেকে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা নির্মূল করা এবং সেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাবে না বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। এসময় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনও ধরনের অস্থায়ী সমাধান মেনে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন আব্বাস।

তিনি বলেন, ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী ৫ বছরের মধ্যে দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং তাদের দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপন বিস্তৃত করে যাচ্ছে।