আলেপ্পোতে আবারও বিমান হামলা শুরু

আলেপ্পোতে আবারও বিমান হামলা শুরু

শেয়ার করুন

syria-air-attackবিশ্ব সংবাদ ডেস্ক:

আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে রুশ ও সিরিয় বাহিনী।

আলেপ্পোয় আবারও অভিযান চালানোর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান হামলা শুরু হয়। বেসামরিক জনগণকে বিদ্রোহী অধ্যুষিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিরীয় সরকার।

সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর বুধবার রাতে নগরীতে বিদ্রোহীদের অবস্থানের ওপর বিমান হামলা চালানো হলে কমপক্ষে ১৩ জন নিহত হয়। তবে ঘোষণা দিয়েই আজ থেকে নতুন করে বিমান হামলা চালানো হলেও এই অভিযানে সিরিয়ার পদাতিক সেনারা অংশ নেবে কিনা, তা স্পষ্ট নয়।

সিরিয়ার সেনা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় বিদ্রোহীসহ যে কেউই আলেপ্পো নগরী ত্যাগ করতে পারবেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় অন্তত ২৫ লাখ সিরিয় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এদিকে অস্ত্রবিরতির বিষয়টি পর্যালোচনা করতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা কোনও ধরণের অগ্রগতি ছাড়াই ভেস্তে গেছে।