চোখ যে মনের কথা বলে!

চোখ যে মনের কথা বলে!

শেয়ার করুন

জীবনধারা ডেস্ক :

আমরা সকলেই জানি চোখ হচ্ছে মনের জানালা। চোখের ভাষা দিয়েই বুঝা যায় মনের ভাষা। আমরা কখনো আমাদের নিজের চোখের ভাষা বোঝার চেষ্টা করেছি? আমাদের চোখ অনেক সময় সত্যটা প্রকাশের চেষ্টা করে, যে সত্যের মুখোমুখি আমরা হতে চাইনা। চোখের ভাষা বুঝতে হলে আপনাকে জানতে হবে এ টিপসগুলো।

capture1

১। যদি দেখেন আপনার সাথী বাম দিকে তাকিয়ে আছে নিবিষ্ট মনে তাহলে বুঝতে হবে তিনি কিছু কল্পনা করছেন ছবির মাধ্যমে।

3

২।  যদি দেখেন আপনার সাথী ডান দিকে তাকিয়ে আছে নিবিষ্ট মনে তাহলে বুঝতে হবে তিনি এবার কল্পনা নয় সত্যিই ছবিটিকে স্মরণ করছেন।

4

৩।  যদি দেখেন আপনার সাথী নিচে বাম দিকে তাকিয়ে আছে নিবিষ্ট মনে তাহলে বুঝতে হবে তিনি কোন কিছুর স্বাদ, স্পর্শ অথবা দেখার আনন্দ উপভোগ করছেন।

5৪। যদি দেখেন আপনার সাথী নীচে ডান দিকে তাকিয়ে আছে নিবিষ্ট মনে তাহলে বুঝতে হবে তিনি নিজের সাথে নিজে কথা বলছেন।

6৫। একজন ডাক্তার আপনার চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারেন, আপনার শিরা, ধমনি এবং নার্ভ চেকাপ নাকরেই। চোখ বলে দিতে পারে আপনার পেটের পীড়া, ডায়াবেটিস এবং কোলস্টেরলের অবস্থা।