আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন

_104559758_tv050909961বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সুনামি সতর্কতা জারি করা হলেও, ঘন্টা খানেক পর তা প্রত্যাহার করা হয়।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় অ্যানকোরেজ শহরের কাছে ভূমিকম্পের উৎপত্তি। অ্যানকোরেজ ও কেনাই উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও হতাহতের কোনো খবর নেই। অনেক এলাকায় সড়ক ভেঙ্গে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পের পর ৮ থেকে ৯টি আফটার শক অনুভূত হয়। উদ্ধার কাজ শুরু করেছে আলাস্কার ত্রাণ ও দুর্যোগ বিভাগ। জি-২০ সম্মেলনে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকম্পের বিস্তারিত অবহিত করা হয়েছে।