চলে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ

চলে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ

শেয়ার করুন

_104576500_057ec817-34da-4656-96e4-dea962adf417বিশ্বসংবাদ ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ মারা গেছেন।  তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। এ খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ।

সিনিয়র বুশ নামে পরিচিত রিপাবলিকান এ রাজনীতিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার সাথে কোল্ড ওয়্যার বা স্নায়ু যুদ্ধের অবসানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন।

আমাদের প্রিয় বাবা আর নেই। গত এপ্রিলে রক্তে সংক্রমণের কারণে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন পারকিনসন্স রোগেও।