আন্দামানে মিয়ানমারের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, সবাই নিহত

আন্দামানে মিয়ানমারের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, সবাই নিহত

শেয়ার করুন

_96391547_e3180c4a-efa3-4ef7-bdc4-def95bf6ab7bবিশ্বসংবাদ ডেস্ক :

১২২ আরোহী নিয়ে মিয়ানমারের নিখোঁজ হওয়া সামরিক বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

ফেসবুক পেইজে দেয়া বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে শিশুসহ ১০ জনের মরদেহও পাওয়া গেছে। এছাড়া বহু লাইফ জ্যাকেট, লাগেজও পাওয়া গেছে। তবে আরোহীদের সবাই মারা গেছে বলে ধরে নেয়া হচ্ছে।

দেশটির সেনাবাহিনী চীনের তৈরি ওয়াই-৮ ট্রান্সপোর্টার বিমানটিতে ১৪ জন ক্রু’র সঙ্গে ১০৬ জনসেনাকর্মকর্তার শিশুসহ পরিবারের সদস্যরা ছিলেন। বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের শহর মেয়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাচ্ছিলো।

আন্দামান সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে উপকূলীয় শহর দায়িক থেকে ১৩৬ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির কিছু অংশ খুঁজে পাওয়া যায়।