৪৭ বছরে ১৩,৩৭২ কোটি টাকা সাদা হয়েছে

৪৭ বছরে ১৩,৩৭২ কোটি টাকা সাদা হয়েছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ৪৭ বছরে ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। যার মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে এক হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

টেবিলে উপস্থাপিত ওই প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আরো জানান : ২০০৭-২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। আর বর্তমান সরকারের দুই মেয়াদে সাদা হয়েছে মোট দুই হাজার ৬৬১ কোটি ৩০ লাখ কালো টাকা।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে মোট ৮১ হাজার ১০৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ হাজার ৭৩৫ টাকা কম।