অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় প্রসঙ্গে হাঙ্গেরিতে গণভোট

অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় প্রসঙ্গে হাঙ্গেরিতে গণভোট

শেয়ার করুন

_91484611_6257800e-2ad4-41b4-b8d2-af40598387e9বিশ্ব সংবাদ ডেস্ক:

অভিবাসন প্রত্যাশীদের ঠাঁই দিতে ইউরোপীয় ইউনিয়ন, বাধ্যতামূলক যে কোটা নির্ধারণ করেছে, তা গ্রহণ করা হবে কিনা সে প্রশ্নে হাঙ্গেরিতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

ইইউ’র ঘোষণা অনুযায়ী হাঙ্গেরিকে ১ হাজার ২৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করতে হবে। ইইউ’র কোটা মানা হবে কিনা, সেজন্য ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন। যদিও এক জনমত জরিপে দেখা গেছে, হাঙ্গেরির জনগণ ইইউ’র এই চাপিয়ে দেয়া কোটার বিরুদ্ধে।

কিন্তু ইউরোপের অংশ হওয়ায়, তা মেনে গণভোট করতে হচ্ছে হাঙ্গেরিকে। ইইউভুক্ত দেশগুলোতে ১ লাখ ৬০ হাজার অভিবাসন প্রত্যাশীকে পুনর্বাসন পরিকল্পনার বিরোধীতা করছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানও।

ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য হাঙ্গেরিকে ট্রানজিটে পরিণত করেছিল শরণার্থী বা অভিবাসন প্রত্যাশীরা। কিন্তু এই ঢল থামাতে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্তপথ বন্ধ করে দেয় হাঙ্গেরি। দেশটির জনগণ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও, বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠণগুলো এর কঠোর সমালোচনা করে।