বেনাপোল বন্দরে আগুন, পরিদর্শনে নৌমন্ত্রী

বেনাপোল বন্দরে আগুন, পরিদর্শনে নৌমন্ত্রী

শেয়ার করুন

shah-jahan_01যশোর প্রতিনিধি: 

যশোরের বেনাপোল বন্দরের ২৩ নং শেড এ আগুনের ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকালে ও ঐ শেডে আগুন লাগার তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেলে মন্ত্রী ঘটনাস্থলে যান।

এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে বলা যাবেনা। আমরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত আহমেদের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি তদন্ত করবে এবং আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাবে।

যে সকল আমদানীকারকের মালের ক্ষতি হয়েছে তাদের ইন্সুরেন্স আছে। ইন্সুরেন্সের পক্ষ থেকে তাদেরকে সহযাগীতা করা হবে বলে তিনি যোগ করেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে বেনাপোল স্থলবন্দর সবচেয়ে বড় বন্দর। কিন্তু শেডে জায়গার অভাবে আমদানীকৃত মালামাল শেডের বাইরে পড়ে থাকে। এগুলো নষ্ট হয় ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদেরকে।

তিনি আরও বলেন, আমরা জায়গার অভাবে শেড তৈরী করতে পারছিনা। তবে আশা করছি দ্রুত এর পরিবর্তন ঘটাবে।