যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা বড়দিন পর্যন্ত চলবে

যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা বড়দিন পর্যন্ত চলবে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

বাজেট ব্যয় নিয়ে জটিলতা কাটাতে চুক্তির কোন লক্ষণ না থাকায় যুক্তরাষ্ট্র সরকারে আংশিক অচলাবস্থা ক্রিস্টমাস পর্যন্ত চলতে পারে।

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে বাজেট পাসে আইনপ্রণেতারা ব্যর্থ হওয়ায় শনিবার থেকেই আংশিকভাবে অচল হয়ে পড়ে মার্কিন সরকার। মার্কিন সিনেটে বিলটি পাসের বাধ্যবাধকতা থাকলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত এর কার্যক্রম মুলতবি রয়েছে।

এদিকে, ক্রিস্টমাস উদযাপন করতে ফ্লোরিডার ছুটি বাতিল করে ওয়াশিংটনে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাপ আলোচনা দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বলে হুশিঁয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা তাকে প্রাচীর নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে, মধ্যস্ততাকারীরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে কংগ্রেসে রিপাবলিকান সদস্যরা ৫০০ কোটি ডলার অনুমোদন করলেও পরে সিনেটে তা বাতিল হয়ে যায়।