বরিশালে প্রশাসন ও আওয়ামী লীগের বিরোধের অবসান

বরিশালে প্রশাসন ও আওয়ামী লীগের বিরোধের অবসান

শেয়ার করুন
Barishal
বৈঠকের পর রাতে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনের সামনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ছবি তোলেন। ছবি: সংগৃহীত


।। স্টাফরিপোর্টার, বরিশাল ।।

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়েছে।  রোববার রাত সাড়ে টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসানের সরকারি বাসভবনে এই বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিষয়টি যাতে আর সামনে না এবং বাড়ে সে বিষয়ে সবাই সম্মত হয়েছে।


বরিশাল শহরের রাজাবাহাদুর সড়কে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে এই বৈঠকে বিভাগীয় কমিশনার ছাড়াও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, উপ মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন মাহমুদ, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন।
পরে বিসিসির জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়