কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাককর্মী নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাককর্মী নিহত

শেয়ার করুন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রা বনবিট কার্যালয় সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মহিলা পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত নারী হলেন, শেফালী আক্তার(২৫) নিলফামারী জেলার ডোমার থানার চিনাহাটি গ্রামের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রা বনরেঞ্জ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চন্দ্রা পল্লী রানী-ড্রেসম্যান গার্মেন্টস কর্মী ও শেফালী আক্তার (২৫) ছুটি শেষে সাইট রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। জোড়াপাম্প এলাকায় বুলবুল কন্টাকটারের বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতো। আজমিরী পরিবহণের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শেফালী আক্তার নামে মহিলা শ্রমিক নিহত হয়। বাসটি দ্রূত পালিয়ে যেতে সক্ষম হয়।

কোনাবাড়ী-সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বাস ও চালক আটক করার জোর প্রচেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।