পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় লাইসেন্স বাতিল হলো সিটিসেলের

পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় লাইসেন্স বাতিল হলো সিটিসেলের

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সরকারের পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় লাইসেন্স বাতিল হলো দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের। এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে ৪’শ ৭৭ কোটি ৫১ লাখ টাকা বকেয়ায় পড়ে সিটিসেল।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বারবার সময় দেয়ার পরেও পাওনা পরিশোধ না করায় সিটিসেলকে ১৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিটিআরসি। তারপরও তারা সাড়া না দেয়ায় এমন কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে প্রতিমন্ত্রী জানান, গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য বেঁধে দেওয়া সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে।