নাসার ইনভেন্টর অব দ্য ইয়ার মনোনীত বাংলাদেশি কন্যা মাহমুদা সুলতানা

নাসার ইনভেন্টর অব দ্য ইয়ার মনোনীত বাংলাদেশি কন্যা মাহমুদা সুলতানা

শেয়ার করুন

mahmooda-sultana-690x450এটিএন টাইমস ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার ইনভেন্টর অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি কন্যা মাহমুদা সুলতানা।

মাহমুদা সুলতানাকে ‘গডার্ড এফওয়াই ১৭ আইআরএডি ইনভেন্টর অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে নাসা তাদের ওয়েব পেজে জানায়, সুলতানা নাসার যে কয়েকটা কাজে অংশ নিয়েছেন তার প্রত্যেকটিতেই অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছে তিনি। তাঁর চমৎকার পারদর্শিতার কারণে, তারা আশা করেন, সুলতানা শিগগিরই নাসার একজন ন্যানো-টেকনোলজি বিশেষজ্ঞ হবেন।

বাংলাদেশি তরুণী মাহমুদা সুলতানা ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া’র সাউথার্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেন। এরপর ২০১০ সালে তিনি মাস্যাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি থকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে সুযোগ পান নাসার কর্মকর্তা হিসেবে কাজ করার।