মংলায় সরকারী খাল দখল ও মহাসড়কের নির্মান ত্রুটির প্রতিবাদে মানববন্ধন

মংলায় সরকারী খাল দখল ও মহাসড়কের নির্মান ত্রুটির প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

নিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি :

মংলায় সরকারী খাল দখল করে অবৈধভাবে জমি ভরাট এবং মংলা-খুলনা মহাসড়কের নির্মাণ কাজের ত্রুটির প্রতিবাদে মানববন্ধন করেছে মংলার দিগরাজের এলাকাবাসী।

বৃহ্স্পতিবার সকালে মহাসড়কের মংলার দিগরাজ বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। মহাসড়কে নির্মান কাজের ত্রুটির কারনে বুধবার সড়ক র্দূঘটনায় দুই জন মারা যায় । এসময় গুরুতর আহত হয় আরো ৫ জন।

সড়কে নির্মাণ কাজের ত্রুটির কারনেই এ র্দূঘটনা উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু নিখিল চন্দ্র রায় । এসময় তারা মহাসড়কের পাশে বুড়িরড়াঙ্গা ইউনিয়নের সরকারী খাল দখলকারীদের বিরদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্যও প্রশাসনের প্রতি আহবান জানান।