নতুন আইফোনের অজানা দশ

নতুন আইফোনের অজানা দশ

শেয়ার করুন

collaborate_-_10

এটিএন টাইমস ডেস্ক:

আইফোন সেভেন এবং সেভেন প্লাস বাজারে ছাড়ার ঘোষণা আসার পর থেকেই প্রযুক্তি ব্যবহারকারীরা উঠেপড়ে লেগেছেন কি চমক থাকছে নতুন আইফোনে তা জানার জন্য।

অ্যাপল কখনো তাদের ব্যাটারি, র‍্যাম এবং অন্যান্য গুরত্বপূর্ন যন্ত্রাংশের পরিপূর্ণ ব্যাখা প্রকাশ করেনা প্রথাগত কারণে। সম্প্রতি টিয়ার্ডওন্স নামক একটি সাইট নতুন আইফোনের অজানা কিছু বিষয় প্রকাশ করে।

প্রযুক্তি অনুরাগীদের জন্য আজকের আয়োজনে তা তুলে ধরা হলো।

feature-image

১। ইন্টেল ইন্সাইড: নতুন আইফোনে থাকছে ইন্টেল ইন্সাইড। টিয়ার্ডওন্স সাইটের সুত্রানুসারে আইফোন ৭ এবং ৭ প্লাসের এলটিই মডেমের সাপ্লায়ার হলো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ইন্সাইড।

২। কোয়ালকম মডেমস: যদি নতুন আইফোনের ইন্টেল মডেমে সিডিএমই সাপোর্ট না করে এজন্য নতুন কোয়ালকম মডেমের সুবিধা রাখা হয়েছে।

৩। টিএসএমসি প্রসেসর: নতুন আইফোনে ব্যবহৃত এ১০ ফিউসন প্রসেসরের উৎস হলো টিএসএমসি প্রেসেসর।

৪। মাইক্রোফোন: নতুন আইফোনে তিনটি মাইক্রোফোন রয়েছে। একটা মাইক্রোফোন ফোনের বটমে বাকি দুটো উপরে।

৫। ফ্ল্যাশ মেমরি: নতুন আইফোনের ফ্ল্যাশ মেমরির সাপ্লায়ার হলো এসকে হাইনিক্স এবং তোশিবা।

৬। আইসাইট ক্যামেরা: নতুন আইফোনের আইসাইট ক্যামেরার অ্যাপারচার হলো এফ/১.৮। যা আইফোন সিক্স এবং সিক্স প্লাসের তুলনায় অনেক বেশি। নতুন আইফোনের আইসাইট ক্যামেরার সাপ্লায়ার হলো বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

৭। টাচস্ক্রিন কন্ট্রোলার: নতুন আইফোনের টাচস্ক্রিন কন্ট্রোলারের সাপ্লায়ার হলো ইউনিভার্সেল সায়ন্টেফিক ইন্ডাস্ট্রিজ।

৮। ওয়াইফাই: নতুন আইফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ সকেটের নির্মাতা প্রতিষ্ঠান হলো মুরাটা।

৯। জিপিএস: নতুন আইফোনের জিপিএস সিস্টেমের উৎস হলো ব্রডকম।

১০। ব্যাটারি: নতুন আইফোনের ব্যাটারি হলো ৩.৮২ ভোল্ট এবং ২৯০০ এমএএইচ। যা সিক্স এস এবং এস প্লাসের তুলনায় অনেক উন্নত।