দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন হবে : সেতুমন্ত্রী

দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন হবে : সেতুমন্ত্রী

শেয়ার করুন

Transport minister_2
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন  হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট। পুরুষদের তুলনায় নারী গাড়ি চালকরা অধিক সাবধানী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।  সরকার নারী গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে।

তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা অডিট চলছে। ৩০০ কিলোমিটার রাস্তা অডিটের আওতায় আছে। শেষ হয়েছে ৫০০ কিলোমিটার। মহসড়কের পাশে বিশ্রামাগার তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে।